শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই

ফরিদপুর-ঝিনাইদহে সংঘর্ষে আহত ৪০

প্রতিদিন ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতা চলছেই। সর্বশেষ বুধবার দিবাগত রাতে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এ ছাড়া ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে এবং ঝিনাইদহে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৪০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর— গোপালগঞ্জ : মুকসুদপুর পৌরসভার নির্বাচন-পরবর্তী সহিংসতায় আবার দুই পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। গতকালের এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেলে এবং চারজনকে মুকসুদপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ও বুধবার একই ঘটনায় সংঘর্ষে আহত হয়েছিল ২০ জন। মঙ্গলবার মুকসুদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেব আলী ও শওকত আলীর মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরাজিত এই দুই প্রার্থী সম্পর্কে চাচাতো ভাই। ফরিদপুর : নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে। সংঘর্ষের সময় দুপক্ষের ২৫ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ঝিনাইদহ : সদর উপজেলার শালকুপা গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। বুধবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে সাতজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর