শিরোনাম
শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্কুলভবনের ছাদের পলস্তারা ধসে ১০ শিক্ষার্থী আহত

আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার পূর্ব কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলস্তারা ধসে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, ২০০১ সালে এলজিইডি ছয় লাখ টাকা ব্যয়ে পূর্ব কলাগাছিয়া প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করে। পাঁচ বছর যেতে না যেতেই দেয়াল, ফ্লোরে ফাটল ধরে। গত দুই বছর ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ওই ভবনে ক্লাস করে আসছিল। গতকাল ভবনের কাজী নজরুল ইসলাম কক্ষে ৪০ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। দুপুর ১২টার দিকে ওই কক্ষের ছাদের পলস্তারা ধসে পরীক্ষার্থীদের ওপর পড়ে। আহত হয় সুজন, সাগর, ফারজানা, মিজানুর, মারিয়া, ফাতেমা, সজীব, রায়হান, সোনামণি ও কুলসুম। পরে মাঠে পরীক্ষা নেওয়া হয়। আমতলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন জানান, ভবন মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর