শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ আহত ১৫

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও স্কুল কমিটির সভাপতি শাজাহান কবিরের অপসারণ দাবিতে গতকাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দুপুর ১২টার দিকে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। লাঠিচার্জে আহত হন ২০ জন। ঘটনাস্থল থেকে চার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুর্নীতিগ্রস্ত। তিনি গত এসএসসি পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় করেছেন। প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি যোগসাজশ করে শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেন। এর বিরোধিতা করায় অন্য সহকারী শিক্ষক আসমা ও হুমায়ুনকেও বহিষ্কারের ষড়যন্ত্র করা হয়।

সর্বশেষ খবর