শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, ফতুল্লায় আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠিয়ে সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ৫ লাখ ২০ হাজার টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। দুপুরে আটকদের থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটকরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকার আবদুল জলিলের ছেলে হজরত আলী (৩৮) ও ফতুল্লার পাগলার দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২)। মামলায় এ দুজন ছাড়াও তাদের সহযোগী হারুন ও দুলাল হোসেনকে আসামি করা হয়েছে। এরা লিবিয়ায় অবস্থান করছেন। মামলার বাদী নরসিংদীর বেলাবো চরলক্ষ্মীপুরের মিজানুর রহমান জানান, তার ছেলে মেহেদি ও প্রতিবেশী সেলিমকে ছয় মাস আগে লিবিয়া নিয়ে যান আসামিরা। গত ৫ এপ্রিল দুলাল ইমু নম্বর থেকে মিজানকে ফোন করে জানান তার হেফাজতে আছেন মেহেদি ও সেলিম। তাদের মুক্তি চাইলে জনপ্রতি ৫০ হাজার টাকা দিতে হবে। তখন দুলালের ভাই পরিচয় দেওয়া গ্রেফতার সাইফুলের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়। পরে মিজানুর রহমান লিবিয়ায় ফোন করে জানতে পারেন তার ছেলে মেহেদি ও সেলিমকে হারুন ও দুলাল আটকে রেখে নির্যাতন করছেন। ফোনে নির্যাতনের শব্দও শোনানো হয়। ২২ এপ্রিল মিজান ৩০ হাজার টাকা ফতুল্লার পাগলা এসে সাইফুলকে দেন। সেদিন রাতে আরও ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন সাইফুল। বিষয়টি পুলিশকে জানালে ২৬ এপ্রিল পাগলা থেকে সাইফুলকে আটক করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ও হজরত আলীর বাড়ি থেকে ৫ লাখ জব্দ করে। ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর