বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায়পুরায় সড়ক ও রেলপথ অবরোধ আগুন ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি

রায়পুরায় সড়ক ও রেলপথ অবরোধ আগুন ভাঙচুর

নরসিংদীতে স্কুল জাতীয়করণের দাবিতে গতকাল রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় আটকা পড়া ট্রেন —বাংলাদেশ প্রতিদিন

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভাঙচুর করা হয়। এতে চালক আহত হন। উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবরোধকালে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলা সদরে অবস্থিত সেরাজনগর এমএ পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। কিন্তু উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সম্প্রতি এমন খবর শুনে বিক্ষুব্ধ হয়ে উঠেন এমএ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মেথিকান্দা রেল স্টেশন মাস্টার সামসুল আলম বলেন, ‘ছাত্রদের তাণ্ডবের কারণে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় আমাদের স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস, পার্শ্ববর্তী খানাবাড়ি রেল স্টেশনে তিতাস কমিউটার এবং শ্রীনিধি রেল স্টেশনে সিলেট মেইল ট্রেন আটকে পড়ে।’ রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা মানববন্ধন থেকে ট্রেনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর