শিরোনাম
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কেয়া চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে গতকাল বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কেয়া চৌধুরী। এলাকার ক্রীড়ামোদীদের স্বার্থে প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে বাহুবল উপজেলার হেলিপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে এর কাজ শেষ হবে। নারী এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবল উপজেলায় এ প্রকল্পটি অন্তর্ভুক্ত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এমপি কেয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাহুবলবাসীর জন্য স্টেডিয়াম এনেছি। এর আগে এ উপজেলায় চা শ্রমিক ও অবহেলিত মানুষের কল্যাণে অনেকগুলো প্রকল্প নিয়ে এসেছি। বাহুবল উপজেলার প্রত্যন্ত এলাকায় বিদ্যুতায়ন, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো বাধা এবং ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না। আমি আজীবন জনগণের কল্যাণে কাজ করে যাব।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম-আহ্বায়ক মুশাহিদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার নুরা মিয়া, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জলিল তালুকদার, অধ্যক্ষ মাহবুবুর  রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ খবর