বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নালিতাবাড়ী ছাত্রলীগ সভাপতি রিমান্ডে

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশ হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর বিশ্বদেবের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় এএসপি (নালিতাবাড়ী সার্কেল) অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীবুল ইসলাম রাজীবসহ তিনজনের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুজন হলেন  নালিতাবাড়ী উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল (৪০) ও হযরত আলী বাবুর্চি (৪৫)। একই সঙ্গে আদালত দেশরত্ন ছাত্র ঐক্য পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক তায়েবুর রহমান রুবেলসহ অপর ১৩ জনের রিমান্ড না মঞ্জুর করেন। জানা যায়, ওই মামলায় সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা রাজীব ও সাবেক জিএস সোহেলসহ ১৭ জন স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের জেলা কারাগারে পাঠায় আদালত। একইদিন বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম তাদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান।

উল্লেখ্য, ১ অক্টোবর সন্ধ্যায় নালিতাবাড়ীর তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে পুলিশের হাতে আটকের পর ছাড়া পেয়ে রাত ১টার দিকে অসুস্থ হয়ে মারা যান স্থানীয় কাচারিপাড়া মহল্লার যুবক বিশ্বদেব দে। পরদিন সকাল থেকে পুলিশি নির্যাতনে বিশ্বদেবের মৃত্যুর অভিযোগ তুলে নালিতাবাড়ী শহরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে আত্মীয়-স্বজনসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তারা শহরের হাবিব কমপ্লেক্স থাকা এএসপির কার্যালয় ভাঙচুর করে। ওই ঘটনায় ৩ অক্টোবর নালিতাবাড়ী থানায় ২৮ জনকে স্বনামে এবং আরও প্রায় দুই/আড়াইশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা রেকর্ড হয়।

সর্বশেষ খবর