বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভুল অপারেশন-অবহেলায় চারজনের মৃত্যু!

লক্ষ্মীপুর ও কুমিল্লা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মা ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসা না পেয়ে তারা মারা গেছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। জানা যায়, রায়পুরের চরবংশী গ্রামের এমরান হোসেনের স্ত্রী প্রসূতি রোজিনা সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার ভোররাতে সন্তান প্রসব করেন তিনি। তবে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান রোজিনা। এর আগে নবজাতকেরও মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসক-নার্সদের কর্তব্যে অবহেলার কারণেই মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম। এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভুল অপারেশনে  প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার মাধবপুর রয়েল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল এ ঘটনা ঘটে। মৃত প্রসূতি হলেন উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর দক্ষিণপাড়া গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (১৯)। প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর করে স্বজনরা। এ সময় পালিয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত ডাক্তার এম শরীফ আহম্মেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ব্রাহ্মণপাড়া থানার ওসি জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

 পটুয়াখালীতে মামলা, ডাক্তার পলাতক : পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় আনসার মোল্লা (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আনসারের ছেলে রাসেল মোল্লা মঙ্গলবার রাতে ডা. সেলিম মাতবরের নামোল্লেখসহ অজ্ঞাত তিন ডাক্তারের বিরুদ্ধে মামলাটি করেন। আসামিরা সবাই পলাতক। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় হাসপাতালে আনসার মোল্লার মৃত্যু হয়।

সর্বশেষ খবর