বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

জনতার মুখোমুখি এমপি

  নিজ নির্বাচনী এলাকার মানুষের সমস্যা-সম্ভাবনা ও চাহিদা সম্পর্কে জানতে জনতার মুখোমুখি হয়েছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। গতকাল লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে তিনি এ অনুষ্ঠান আয়োজন করেন। আট বছর ধরে সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে তার এলাকা লালমোহন ও তজুমদ্দিনের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কতটুকু অবদান রাখতে পেরেছেন তার চিত্র ফুটে ওঠে জনতার মুখোমুখি অনুষ্ঠানে। অনুষ্ঠানে কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। —ভোলা প্রতিনিধি

তেরশ্রী গণহত্যা দিবস পালিত

তেরশ্রী গণহত্যা দিবস উপলক্ষে গতকাল মানিকগঞ্জের ঘিওরে শোকর‌্যালি বের হয়। র‌্যালি শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তৃতা করেন এমপি নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, আবদুস সালাম প্রমুখ। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনী তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ, অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন স্বাধীনতাকামী মানুষকে হত্যা করে।—মানিকগঞ্জ প্রতিনিধি

তিন দিনব্যাপী নাট্যোৎসব

নওগাঁয় তিন দিনব্যাপী চতুর্দশ মানবাধিকার নাট্য উৎসব গতকাল শুরু হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)’র উদ্যোগে বিকালে উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ এএইচএমএ ছালেক। পরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তম সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। —নওগাঁ প্রতিনিধি

ভবন থেকে পড়ে মৃত্যু

চট্টগ্রাম মহানগরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আইনুল (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আইনুল নওগাঁর সাতাহাট থানার কল্যাণপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে।—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর