শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্রিজের সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

ফরিদপুর প্রতিনিধি

ব্রিজের সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

সংযোগ সড়ক না থাকায় কাঠের সিঁড়ি দিয়ে চলাচল করছেন স্থানীয়রা —বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকরাইল খালের ওপর নির্মিত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বাঁশ-কাঠের অস্থায়ী সাঁকোর সাহায্যে পথচারীরা ব্রিজের ওপর উঠে চলাচল করলেও কোনো যান চলতে পারছে না। ফলে পথচারীরা সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। জানা যায়, শাকরাইল খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ব্রিজটির নির্মাণ কাজ ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর কাজ শুরু হয়ে গত ১২ সেপ্টেম্বর শেষ করার সময়সীমা ছিল। ঠিকাদার এএসএম রফিকুল আলম বলেন, ‘খালে পানি থাকায় সংযোগ সড়ক যথাসময়ে নির্মাণ করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে কাজ শুরু করা হবে।’ নগরকান্দা উপজেলা প্রকৌশলী আবদুল হান্নান জানান, যত দ্রুত সম্ভব ব্রিজটির সংযোগ সড়ক করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর