বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফেরিতে জাহাজের ধাক্কা তিন বাস-ট্রাক নদীতে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া-কুমিড়মারা ঘাটে একটি ফেরির পেছন দিকে ধাক্কা দেয় কোস্টার জাহাজ। এতে ফেরির ব্যাক প্লেট ফেটে একটি বাস ও দুটি ট্রাক নদীতে পড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে। এরপর থেকে এ রুটে ফেরি বন্ধ রয়েছে। দুর্ঘটনায় হয়েছেন দুজন। দুর্ঘটনার শিকার ফেরি এবং বাস-ট্রাক উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড ও সওজ বিভাগ। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফেরির সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, রাতে ফেরিটি একটি যাত্রীবাহী বাস ও আটটি ট্রাকসহ পিরোজপুরের কুমিড়মারা প্রান্ত থেকে ছেড়ে মাঝনদীতে পৌঁছার পর একটি বালু বোঝাই কোস্টার জাহাজ ধাক্কা দেয়। চালক দ্রুত ফেরিটি বেকুটিয়া প্রান্তের দিকে চালিয়ে যায় এবং নদীর চড়ে উঠিয়ে দেয়। জাহাজটিতে কোনো আলো ছিল না বলে অভিযোগ করেছেন ফেরিতে থাকা লোকজন।

সর্বশেষ খবর