বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই শ্রমিককে হাত-পা বেঁধে নির্যাতন

সাভার প্রতিনিধি

সাভারে এক রাজমিস্ত্রি এবং এক গ্যারেজ শ্রমিককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে সাভার পৌর এলাকার নামাগেণ্ডা ও জামশিং মহল্লায় সকালে নির্যাতনের এ দুটি ঘটনা ঘটে। মারধরের বিষয়ে পুলিশকে জানালে তাদের হত্যার হুমকি দেয় জড়িতরা। নির্যাতিতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী রাজমিস্ত্রি সিরাজুল ইসলামের (২৪) বাড়ি কুষ্টিয়ার খোকশা থানায়। আর গ্যারেজ শ্রমিক শামীম আহম্মেদ (১৩) সাভার পৌর এলাকার নয়াবাড়ী জামশিং মহল্লার ইয়ানুস মোল্লার বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাগেণ্ডা মহল্লার মিনিস্টারের বাড়িতে ভাড়া থাকতেন রাজমিস্ত্রি সিরাজুল ও রাজীব। মঙ্গলবার রাজীব বাসা ছেড়ে দেওয়ার কথা জানায় বাড়ির মালিক আলার কাছে। এতে ক্ষুব্ধ হন আলা। তিনি সিরাজুলকে ডেকে তার ইন্ধনে রাজীব বাসা ছাড়তে চাইছে অভিযোগ তুলে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে। অন্যদিকে মঙ্গলবার সকালে রেডিও কলোনি এলাকার জিয়া অটোমোবাইল গ্যারেজের শ্রমিক শামীমকে (১৪) মুঠোফোন চুরির অপবাদ দিয়ে মারধর করে বাড়ির মালিক ইয়ানুস মোল্লা। শামীমের চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। সাভার মডেল থানার ওসি মোহসীনুল কাদির জানান, দুটি ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর