বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাঁশের সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের

দিনাজপুর প্রতিনিধি

বাঁশের সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের

জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই পথচারীরা প্রতিনিয়ত নদী পার হচ্ছেন —বাংলাদেশ প্রতিদিন

কাহারোল উপজেলার ছয় ইউপির ১০ গ্রামের লোকজনের পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। রামচন্দ্রপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ঢেপা নদীর আশ্রমঘাটে ব্রিজ না হওয়ায় দীর্ঘদিন ধরে এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ।

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে কাহারোলের দশমাইল থেকে ঢেপা নদীর পূর্ব পাশে এবং পশ্চিম পাশে কাহারোল বাজার পর্যন্ত রাস্তা নির্মিত হয়েছে। কিন্তু ব্রিজ না হওয়য় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ। রামচন্দ্রপুর, সুন্দরপুর, সুন্দরবন, আজিমপুর, রাজরামপুর, তারগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করেন। স্থানীয় স্কুলছাত্র তুহিন জানায়, একা স্কুলে যাওয়ার সময় দুই দিন সাঁকো থেকে পড়ে যায় সে। তাই এখন একা যেতে ভয় লাগে। স্থানীয় গৌরাঙ্গ চন্দ্র বলেন, ‘চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যানসহ অনেক নেতা বহুবার আশার কথা শুনিয়েছেন। বাস্তবে কিছুই হয়নি’। বর্তমানে বাঁশের খুুঁটি নষ্ট হওয়ায় সাঁকোটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইউপি সচিব জান্নাতুল ফেরদৌস রানা জানান, চলতি মাসে ঘাট এলাকায় মাটি পরীক্ষার জন্য ঢাকা থেকে লোক আসার কথা।

সর্বশেষ খবর