বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা স্কুলছাত্রীর

শরণখোলা প্রতিনিধি

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। বাড়িভর্তি মেহমান। শুধু বরযাত্রী ও কাজী আসার অপেক্ষা। এরই মধ্যে বিয়েবাড়িতে হাজির ইউএনও লিংকন বিশ্বাস। তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পান এসএসসি পরীক্ষার্থী মনজিলা আক্তার (১৬)। বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে জামাল ফরাজীর বাড়িতে গতকাল ঘটে এ ঘটনা। ইউএনও জানান, মঙ্গলবার বিকালে ইমাম হোসেন নামে পাত্রীর এক ভাই তার দফতরে এসে বোনের অমতে বিয়ে দেওয়ার অভিযোগ করেন। বুধবার দুপুরে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়। বিয়ের কাবিন হয়েছে কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্য পুসিয়া বেগম ও আব্দুর রহিম বলেন, মঙ্গলবার ইউএনও স্যার বলার পর খোঁজখবর নিয়ে তখন বিয়ের কোনো আলামত পাইনি। হঠাৎ করে তারা এ আয়োজন করেছে।

 

সর্বশেষ খবর