বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চেয়ারম্যান-এমপিকে সংবর্ধনা দাঁড়িয়ে থেকে অসুস্থ ৫০ ছাত্রী

সাভার প্রতিনিধি

চেয়ারম্যান-এমপিকে সংবর্ধনা দাঁড়িয়ে থেকে অসুস্থ ৫০ ছাত্রী

এমপি আসবেন, তাই সড়কে দাঁড় করিয়ে রাখা হয়েছে শিশু শিক্ষার্থীদের। আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি —বাংলাদেশ প্রতিদিন

আশুলিয়ায় সড়ক উদ্বোধন উপলক্ষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এমপিকে সংবর্ধনা দেওয়ার জন্য স্কুলশিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। এতে অসুস্থ হয়ে পড়ে অর্ধশতাধিক ছাত্রী। উদ্বোধন অনুষ্ঠান শেষে মসজিদের ভিতরে আয়োজন করা হয় সমাবেশ। এতে মুসল্লিদের আসরের নামাজ আদায়ে বিঘ্ন ঘটে। জামগড়ায় গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, জামগড়া চৌরাস্তা থেকে ভাদাইল মোড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের কাজ তিন মাস আগে শেষ করে জেলা পরিষদ। রাস্তাটি উদ্বোধন উপলক্ষে গতকাল জামগড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা ও সড়ক উদ্বোধন উপলক্ষে দুপুরের পর থেকে নেতা-কর্মীরা সাভার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ ভুইয়ার বাড়িতে জড় হতে থাকেন। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ও স্থানীয় এমপি ডা. এনামুর রহমানের আগমন উপলক্ষে দুপুর ২টার পর থেকে আশপাশের পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের সড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। অসুস্থ ছাত্রী ও অভিভাবকরা জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নেতা আসবেন বলে সকাল সাড়ে ১০টার মধ্যে ছাত্রীদের বিদ্যালয়ে আসতে বলে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর