শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুস্থদের জন্য আসা দুম্বার মাংস নেতাদের মধ্যে বণ্টন

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় দুস্থদের জন্য আসা দুম্বার মাংস রাজনৈতিক নেতাদের মধ্যে বণ্টনের অভিযোগ পাওয়া গেছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুলো ফেরত এনে প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস মাগুরার চার উপজেলার জন্য এবার বরাদ্দ ছিল ২৬০ প্যাকেট। যার মধ্যে মহম্মদপুরের ৬৩ প্যাকেট। বেশ কয়েক প্যাকেট মাংস মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিস যুবলীগ নেত্রী শারমিন আক্তার রূপালী, সদর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ ও ইইএও অফিসের বিভিন্ন কর্মকর্তার মধ্যে বিতরণ করে। বিষয়টি নিয়ে গতকাল জেলা প্রশাসক আতিকুর রহমানের কাছে অনেকে অভিযোগ জানান। তিনি তাৎকক্ষণিক ওই সব মাংস ফেরত আনার জন্য মহম্মদপুর ইউএনও সাদিকুর রহমানকে নির্দেশ দেন। পরে তিনি প্যাকেটগুলো ফেরত নিয়ে আসেন। মহম্মদপুর ইউনিয়ন যুবলীগ সদস্য শারমিন আক্তার রূপালী বলেন, ‘আমার বাড়িতে কোন দুম্বার মাংস আসেনি। এ নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।’ মহম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘ভোরে ইউএনও অফিস থেকে ফোন দিয়ে দুম্বার মাংস আনার জন্য বলেছিল। আমি তাদের এগুলো মিস্কিনদের মধ্যে বিতরণের জন্য বলে প্রত্যাখ্যান করেছি। পরে তারা এগুলো কাদের দিয়েছে আমার জানা নেই।’ মহম্মদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইদুল শেখ বলেন, ‘ইউএনও অফিস থেকে ছাত্রলীগের জন্য কোন দুম্বার মাংস দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। মনে হয় উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচরীর মধ্যে বণ্টন করে আমাদের নাম ব্যবহার করা হচ্ছে।’ ইউএনও সাদিকুর রহমান বলেন, ‘মহম্মদপুর অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকালে মোট বরাদ্দের মধ্য থেকে ছয় প্যাকেট মাংস ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর জেলা প্রশাসকের নির্দেশে তা ফেরত আনা হয়। বাকি প্যাকেট যথাযথভাবে বণ্টন করা হয়েছে।’ নিজ নিজ সংগঠনের সদস্যদের মধ্যে বিতরণের জন্যে তারাই অফিসার্স ক্লাব থেকে মাংস নিয়েছ বলে জানান ইউএনও।

 

সর্বশেষ খবর