শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নোয়াখালীতে বসুন্ধরা এলপি গ্যাসের প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বসুন্ধরা এলপি গ্যাসের প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালীতে কুইজ বিজয়ীর হাতে বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার তুলে দিচ্ছেন দীপা খন্দকার

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদে থাকুন প্রতিদিন’ এই স্লোগান নিয়ে ১৯ ডিসেম্বর থেকে জেলা-উপজেলা পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে বসুন্ধরা এলপি গ্যাস। এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধিকল্পে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য গৃহিণীদের নিয়ে এই কর্মসূচি। এর ধারাবাহিকতায় নোয়াখালী মাইজদী বাজার গ্রীনহল চাইনিজ রেস্টুরেন্টে গতকাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টিআই ফারুক রেজভী। তিনি বলেন, সহজ জ্বালানি হিসেবে এলপি গ্যাস খুবই পরিচিত। এর ব্যবহারবিধিও অত্যন্ত সহজসাধ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। ক্যাম্পেইনে ১০০ জন গৃহিণী অংশ নেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র, আপ্যায়ন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর