শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

মাটিচাপায় মৃত্যু

চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় ভবন নির্মাণ কাজের সময় মাটিচাপা পড়ে জামশের আলী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। জামশের আলীর বাড়ি কিশোরগঞ্জের নিকবলী উপজেলার শান্তিপুরে। পুলিশ জানায়, ভবন নির্মাণের জন্য সেখানে মাটি কাটা হচ্ছিল। এ সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত হন জামশের। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

টুকুর কুশপুত্তলিকা দাহ

টাঙ্গাইল জেলা বিএনপির নবঘোষিত কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর কুশপুত্তলিকা দাহ করেছে জেলা বিএনপির একাংশ। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে গতকাল সকালে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশ শেষে দাহ করা হয় সুলতান সালাহ্উদ্দিন টুকুর কুশপুত্তলিকা। বক্তারা বলেন, জেলা বিএনপির নতুন কমিটি বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

—টাঙ্গাইল প্রতিনিধি

চাকরি মেলা

দারিদ্র্য বিমোচন ও বেকারত্বমুক্ত জেলা গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি চত্বরে গতকাল এই মেলা উদ্বোধন করেন সদর আসনের এমপি আব্দুল ওদুদ। আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মো. এরফান আলী, খাদিজা বেগম, অধ্যক্ষ আতিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল ছিল।—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আ.লীগ নেতার গাড়িতে গুলির ঘটনায় মামলা

হাতিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সাইফুদ্দীনের গাড়িতে গুলি, অগ্নিসংযোগ এবং ছাত্রলীগ নেতা-কর্মীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। হাতিয়া-ওচখালী সড়কে গতকাল এ কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকালে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জানা যায়, বুধবার সন্ধ্যায় হাতিয়া আফাজিয়া বাজারে কেন্দা তার পাজেরো গাড়িতে গুলি ও অগ্নিসংযোগ করে। এতে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদারসহ ১০ জন আহত হন। —নোয়াখালী প্রতিনিধি

অ্যাডভোকেসি সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অ্যাডভোকেসি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তন কার্যালয়ে এ সভা হয়েছে। ইউএনও আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া । এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল আলম, মেডিকেল কর্মকর্তা ডাক্তার শরীফ ওয়াসিমা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবেদ আলী, রূপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খাল ও ব্যক্তিমালিকানা জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন করা হয়ছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা ও দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। পরে ইউএনও মো. শাহিনূর ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসী। মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী জানান, স্থানীয় রামদীর খালের দক্ষিণ দিকের প্রায় এক কিলোমিটার জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছে একটি কোম্পানি। এতে করে ওই এলাকার জনগণের কৃষি সেচ ও গোসলসহ দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এছাড়া বালি ভরাটের ফলে স্থানীয় যুবকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মৎস খামারের প্রায় ১২ লাখ টাকার মাছ মারা গেছে।—সোনারগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর