বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হঠাৎ সরগরম সিলেট সিটি

সিসিক নির্বাচন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

চলতি বছরের জুনের মধ্যে সিলেট সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বছরের শেষদিকে আছে জাতীয় সংসদ নির্বাচন। এ দুই বড় নির্বাচনকে ঘিরে সিলেটের রাজনীতি ক্রমেই সরগরম হয়ে ওঠছে। রাজনৈতিক দলের দলগুলোর নেতা-কর্মীদের কথাবার্তায় প্রাধান্য পাচ্ছে নির্বাচনী আলোচনা। বিশেষ করে সিলেট সিটি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার পালে নতুন বছরের শুরুতেই লেগেছে নতুন হাওয়া। জানা যায়, সিলেট সিটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা কিছুদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছেন। তাদের সেই তৎপরতায় গতি এসেছে বছরের শুরুতেই। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে পোস্টার, বিলবোর্ডের মাধ্যমে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করতে তৎপর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। বিএনপি থেকে মেয়র পদে নির্বাচনী দৌড়ে রয়েছেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির সহসভাপতি ও সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তবে জাতীয় পার্টি থেকে এখনো পর্যন্ত মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী কোনো নেতার তৎপরতা দৃশ্যমান নয়। সিটি নির্বাচনের পরই সিলেটের রাজনীতি ব্যস্ত হয়ে পড়বে জাতীয় নির্বাচনকে ঘিরে।  আওয়ামী লীগ, বিএনপির নেতারা দল থেকে মনোনয়ন পেতে কেন্দ্রীয় পর্যায়েও লবিংয়ে ব্যস্ত। এ ছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে। আন্দোলনের জন্য বছরের মাঝামাঝি সময়ে কেন্দ্র থেকে ডাক আসতে পারে, এমন ধারণায় সিলেট বিএনপির নেতারা তৃণমূল নেতা-কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির অপরিহার্য বিষয়। সিলেটের ক্ষেত্রে সামনে দুই বড় নির্বাচন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীরা প্রস্তুত হচ্ছেন’। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। আমরাও তৃণমূল নেতা-কর্মীদের নানা দিকনির্দেশনা দিচ্ছি’।

সর্বশেষ খবর