বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহে ১০ দিনের বইমেলা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

জ্ঞানসমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে  ময়মনসিংহ পৌরসভার আয়োজনে চতুর্থবারের মতো ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় গতকাল বিকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খলিলুর রহমান।  পরে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক,  বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক শিহাব উদ্দিন ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম প্রমুখ। মেলায় ৪৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় প্রতিদিন থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সর্বশেষ খবর