বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছয় লাখ ইয়াবা থানায় যেতেই এক লাখ!

ভ্রাম্যমাণ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসির (তদন্ত) বিরুদ্ধে অভিযানে উদ্ধার ইয়াবা গায়েব ও সোর্সমানি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। অভিযোগে জানা যায়, গত ২৮ ডিসেম্বর টেকনাফ সি-বিচ রোডের সেন্ট্রাল রিসোর্টের সামনে ওসি-তদন্ত শেখ আশরাফুজ্জামানের একক নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা নেজামকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। ২৯ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া সৈকত এলাকায় আশরাফুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ছয় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। থানায় এসে এক লাখ ইয়াবা দেখিয়ে মামলা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সোর্স জানান, মাদক উদ্ধারে জীবন বাজি রেখে তারা কাজ করেন। কিন্তু সমপ্রতি টেকনাফ থানার ওসি (তদন্ত) সোর্সমানি পর্যন্ত আত্মসাৎ করছেন। ওসি মাইন উদ্দিন খান জানান, তিনি ছুটিতে ছিলেন। শুনেছেন মাদক উদ্ধার ও মামলা রুজু হয়েছে।

 

সর্বশেষ খবর