শিরোনাম
বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চলছে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এগিয়ে চলছে ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ১২ জানুয়ারি আমবয়ানের মাধ্যমে শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। শেষ হবে ২১ জানুয়ারি। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা এবারও জেলাওয়ারি খিত্তায় অংশ নেবেন। ১৬০ একর বিস্তৃত ময়দানের শামিয়ানা টানানো, খুঁটি গাঁথা, আবর্জনা পরিষ্কারসহ সব কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন শত শত মুসল্লি। গতকাল ময়দানের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। ইজতেমা ময়দানের মুরব্বি প্রকৌশলী গিয়াসউদ্দিন বলেন, সার্বিক প্রস্তুতি ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আশা করি ইজতেমা শুরুর আগেই সব প্রস্তুতি শেষ হবে। স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসল্লিদের সুবিধার্থে      পাকা টয়লেট, গোসলখানা, রাস্তা নির্মাণসহ ময়দানের অবকাঠামো উন্নয়নে ১১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যার কাজ এখনো চলমান।’

সর্বশেষ খবর