বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চার জেলে অপহরণ মুক্তিপণ দাবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর পশ্চিম পাশের মৌলভীর চর খাল থেকে চার জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা। মুক্তিপণ না দিলে ওই জেলেদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় দস্যুরা। সোমবার দিবাগত রাতে জেলেদের অপহরণ করা হয়েছে বলে জানান হাতিয়া মত্স্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল।

অপহূত জেলে হলেন কামাল (৫২), জামাল (৫০), জুয়েল (৩২) ও হাসান (৩৫)। তারা ভোলার দৌলতখান উপজেলার মুন্সীর হাট এলাকার বাসিন্দা। ইসমাইল জানান, সোমবার ভোররাতে ছোট নৌকা নিয়ে মেঘনায় মাছ শিকারে যাচ্ছিলেন চার জেলে। নদীর পশ্চিম পাশের মৌলভীর চর খালে পৌঁছানো মাত্র তাদের অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় জলদস্যুরা। গতকাল দুপুরে জেলেদের ব্যবহূত মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। হাতিয়া থানার ওসি জানান, জেলেদের উদ্ধারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর