মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগ সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুমন মিয়া হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিকহসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলার মটেরঘাট প্রেস ক্লাব ভবনের সামনে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সজিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির হোসেন, ছাত্রলীগ নেতা লুতফর রহমান মুন্না, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার মেম্বার, আলতাফ মেম্বার, আব্দুল আউয়াল, মহিলা নেত্রী স্বর্ণা আক্তার, মায়া বেগম ও ময়না বেগমসহ অন্যান্য নেতাকর্মী। বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সর্বশেষ খবর