মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
উত্তরপত্র মূল্যায়নে অবহেলা

৬৯ পরীক্ষকের শাস্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২০১৭ সালে বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৬৯ পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ‘ঘ’ শ্রেণিভুক্ত ৫৬ জনকে এক বছরের জন্য এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে এবং ‘ঙ’ শ্রেণিভুক্ত ১৩ জনকে আগামী দুই বছরের জন্য উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রবিবার বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা গেছে, উত্তরপত্র পুনঃমূল্যায়নে দেখা যায়, অনেকের উত্তরপত্রে নম্বর প্রদানে ত্রুটি ছিল। যা দায়িত্ব অবহেলার সামিল। শাস্তিপ্রাপ্তদের মধ্যে দুজন অধ্যক্ষ, দুজন উপাধ্যক্ষ, ১৭ জন সহকারী অধ্যাপক ও ৪৮ জন প্রভাষক রয়েছেন। পরীক্ষকদের বিরুদ্ধে পৃথক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা স্বীকার করে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, প্রধান পরীক্ষক ও উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর