মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কাপাসিয়ায় সড়কসহ ভূমি ধস, যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর পার্শ্ববর্তী কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের দস্যু নারায়ণপুরে সড়ক ও সড়কের পাশের কলাবাগানসহ প্রায় দুই হাজার বর্গফুট জমি সমতল থেকে প্রায় ১০ ফুট গভীরে দেবে গেছে। এতে কাপাসিয়া ও শ্রীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই এলাকায় একাধিকবার ভূমি দেবে যাবার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। শীতলক্ষ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভূমি ধসের ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন স্থানীয়রা। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকছুদুল ইসলাম জানান, কাপাসিয়া-শ্রীপুর সড়কের কিছু অংশ এলাকা দেবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সড়ক চলাচল স্বাভাবিক করতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে। বর্তমানে কাপাসিয়া-শ্রীপুর সড়কের উন্নয়ন কাজ চলছে।

সর্বশেষ খবর