মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে ভুল চিকিৎসায় পারভীন খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নয়নপুর বাজারের তানিয়া মেডিকেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পারভীন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রুবেল মিয়ার স্ত্রী। তিনি স্বামীসহ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে ভাড়া থাকতেন। স্বজনরা জানান, এক সপ্তাহ আগে পারভীনের পেটে ব্যথা শুরু হয়। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে ব্যথা না কমায় গত শনিবার সন্ধ্যায় তাকে তানিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুস ছালাম রোগীর এপেনডিসাইটিস হয়েছে বলে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। পরে নিজেই অস্ত্রোপচার শুরু করেন। অস্ত্রোপচারের পরই পারভীনের অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দেয় এবং নিস্তেজ হয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাইভেট কার ডেকে রোগীকে তুলে দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই পারভীন মারা গেছে। অভিযুক্ত চিকিৎসক আব্দুস ছালাম বলেন, ‘পারভীনকে এপেনডিসাইটিস অস্ত্রোপাচার করা হয়। পরে সে সুস্থ ছিল এবং হাঁটাহাঁটিও করেছে। রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়।’ গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মঞ্জুরুল হক জানান, অস্ত্রোপচারের সময় একজন অভিজ্ঞ সার্জন, একজন এনেসথেসিয়া ও একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার বিধান রয়েছে। পরিবারের পক্ষ থেকে একজন চিকিৎসক অস্ত্রোপাচার করেছে বলে যে অভিযোগ করেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তানিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খোকন মিয়া জানান, আব্দুস ছালাম নিজেই এনেসথেসিয়া ও সার্জন থাকায় তিনি অস্ত্রোপচারটি করেছেন।

সর্বশেষ খবর