মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা ব্যবসায়ীসহ নিহত ৯

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক ছাত্রদল নেতা ও একজন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ২৬ যাত্রী। রবিবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর— হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গতকাল সকালে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ঝিনাইদহ জেলা সদরের নুর মিয়ার ছেলে প্রাইভেট কারচালক মামুন আহমেদ ও আমেরিকান টোবাগো কোম্পানির বাংলাদেশের ফিল্ড অফিসার মাসুদ আলম। ফেনী : মোটরসাইকেল দুর্ঘটনায় সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিন্টু নিহত হয়েছেন। মিন্টু উপজেলা বাইকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সমপাদকও ছিলেন। কুষ্টিয়া : ভেড়ামার-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জুয়াদ আলী নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। ঠাকুরগাঁও : সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে গতকাল থ্রি-হুইলার উল্টে তহুরা বেগম নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বরগুনা : বামনা উপজেলার ছোনবুনিয়া ব্রিজের কাছে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি হাওলাদার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ছত্রাজিতপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলচালক মামুন আলী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের কাঁচপুরে গতকাল দুটি কাভার্ড ভ্যানের চাপায় বিল্লাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দিনাজপুর : বীরগঞ্জ-ঝাড়বাড়ী আঞ্চলিক সড়কে গতকাল সকালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ মুচড়ে যায়। আহত হন ২৬ যাত্রী। তাদের বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর