মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সীমান্তে প্রস্তুতি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ মিলিত হচ্ছেন শূন্য রেখায়। মাতৃভাষা দিবসকে ঘিরে সীমান্তে চলছে সাজ সাজ রব। শূন্যরেখায় অস্থায়ী শহীদ বেদী, স্টেজ ও নিরাপত্তাবেস্টনি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। বেনাপোল পৌরসভা ও ভারতের বনগাঁ পৌরসভা যৌথভাবে এ আয়োজন করছে।  বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন জানান, অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমন্ত্রিত অতিথিদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে দু দেশের চেকপোস্ট এলাকা। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় শহীদ বেদীতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। ভারতের পক্ষে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ লোকসভার সংসদ সদস্য শ্রীমত্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদ সভাধিপতি রেহেনা খাতুন ও শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জী, পশ্চিম বাংলার বিশিষ্ট কবি ও লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন পীযুষ কান্তি ভট্টাচার্য, শেখ আফিল উদ্দিন এমপি, শহিদুল ইসলাম মিলন, শাহিন চাকলাদারসহ অনেকে।

সর্বশেষ খবর