মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সংঘাতের আশঙ্কায় ১০ কোটি টাকার টেন্ডার কার্যক্রম স্থগিত

সাভার প্রতিনিধি

সংঘাতের আশঙ্কায় সাভার পৌরসভার হাট-বাজারের প্রায় দশ কোটি টাকার টেন্ডারের কার্যক্রম গতকাল স্থগিত করেছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। সাভার মডেল থানার ওসি জানান, পৌরসভা প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, সাভার পৌরসভার আওতাধীন হাট-বাজার-ঘাট-স্ট্যান্ডের ইজারা দেওয়ার নির্ধারিত দিন ছিল গতকাল। এদিন সকাল থেকে পৌরসভা প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে ইজারার ২০১৮ এর কার্যক্রম স্থগিত ঘোষণা করে কার্যালয় ত্যাগ করেন পৌর মেয়রসহ কর্মকর্তারা। পরে অনিবার্য কারণবশত টেন্ডার কার্যক্রম স্থগিতাদেশের নোটিস বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর