শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্যানেল চেয়ারম্যান গ্রাম পুলিশসহ ১৪ জন কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি মামলায় পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ ১৪ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ফরিদপুরের তিন নম্বর আমলী আদালতে আসামিরা হাজির হয়ে জামিন চাইলে বিচারক মঈনুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের মে মাসের শেষ সপ্তাহে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বলাই সিকদারের দুই বিঘা জমির বাদাম জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বলাই সিকদার থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। পরে ৪ জুন বলাই সিকদার বাদি হয়ে ১৫ জনকে আসামি করে ফরিদপুরের তিন নম্বর আমলি আদালতে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে পাচুড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান, এক ইউপি সদস্য ও ৮ গ্রাম পুলিশসহ মোট ১৪ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। যাদের জেল হাজতে পাঠানো হয়েছে তারা হলেন, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মো সাইফুল ইসলাম, ইউপি সদস্য আজগর শেখ, গ্রাম পুলিশ রেজাউল মোল্লা, ছলেমান সিকদার, নবীর সিকদার, গোপাল বিশ্বাস, ভবেন সরকার, পান্নু মিয়া, ওহিদ মিয়া, গোলাম রসূল ও ওয়াজেদ শেখ। মামলার অন্য আসামিরা হলেন, মুরাদ শেখ, চুন্নু মোল্লা ও আলী শেখ।

সর্বশেষ খবর