শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পদদলিত হয়ে শিশুসহ আহত ২০

বাগেরহাট প্রতিনিধ

বাগেরহাটে পদদলিত হয়ে নারী-শিশুসহ ২০ হিন্দু ধর্মাবলম্বী আহত হয়েছেন। জেলা শহরের শালতলা এলাকায় জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে। বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি উড়তে থাকে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে সম্মেলনস্থলে থাকা নারী পুরুষরা হুড়োহুড়ি শুরু করেন। এ সময় পদদলিত হয়ে ২০ নারী আহত হন। সদর হাসপাতালের মেডিকেল অফিসার প্রদীপ কুমার বকসী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত। উল্লেখ্য, এদিন বাগেরহাট শহরের শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে এ সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটর উপদেষ্টা শিব প্রসাদ ঘোষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর