বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মামলা তদন্তকারী এসআইর বিভাগীয় শাস্তির সুপারিশ

বিউটি ধর্ষণ ও হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

দায়িত্ব অবহেলার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে স্কুলছাত্রী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরার হাতে গতকাল বিকালে তদন্ত প্রতিবেদন দাখিল করেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঞা। এর আগে সোমবার এসআই জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছিল। আ স ম শামছুর রহমান জানান, তদন্তকালে এসআই জাকির বিরুদ্ধে কর্তব্যে অবহেলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন প্রথম বার ধর্ষণের ঘটনায় যথাসময়ে মেডিকেল করানো হলে এবং আসামি গ্রেফতার করলে হয়তো বিউটিকে খুন হতে হতো না। তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ থানার ওসিকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জের সায়েদ আলীর মেয়ে বিউটিকে (১৪) অপহরণ করে বাবুল মিয়া ও তার সহযোগীরা। এক মাস তাকে আটকে রেখে ধর্ষণের পর বাড়ি রেখে যায়। এ ঘটনায় ১ মার্চ বিউটির বাবা অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মেয়েকে পাঠিয়ে দেন নানার বাড়ি। মামলা করায় ১৬ মার্চ রাতে বিউটিকে লাখাই উপজেলার গুনিপুরে নানার বাড়ি থেকে আবারও তুলে নেয় বাবুল। পরে ধর্ষণের পর তাকে খুন করে লাশ হাওরে ফেলে দেয়।

সর্বশেষ খবর