বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জনগণ বেরিয়ে এলে মিছিল-মিটিংয়ে অনুমতির প্রয়োজন হবে না

বিএনপির বিক্ষোভে নেতারা

প্রতিদিন ডেস্ক

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও কারামুক্তি দাবিতে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কোথাও কোথাও বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। সমাবেশে বক্তারা বলেন, ‘সময় এসেছে-জনগণ ঘর থেকে বেরিয়ে এলে মিছিল-মিটিং করতে অনুমতির প্রয়োজন হবে না।’ এ সময় বেগম জিয়ার দ্রুত মুক্তির দাবিও জানান তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক হুইপ অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি সমাবেশ করতে পারে, ওয়ার্কার্স পার্টি পারে কিন্তু বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না। কারণ বিএনপি মাঠে নামলেই শেখ হাসিনার মসনদ কেঁপে উঠবে। সময় আসছে, জনগণ ঘর থেকে বেরিয়ে এলে মিছিল-মিটিং করতে অনুমতির প্রয়োজন হবে না।’ বেগম জিয়ার মুক্তি দাবিতে বরিশাল মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা বিএনপির যৌথ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সদর রোডে বিএনপি কার্যালয়ে গতকাল পুলিশের কঠোর বেষ্টনীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তৃতা করেন, বিলকিস জাহান শিরিন, এবায়েদুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ, জিয়াউদ্দিন সিকদার জিয়া। বগুড়া : শহরের নবাব বাড়ী রোডে দলীয় কার্যালয় থেকে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিটিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। জয়পুরহাট : জেলা কার্যালয় থেকে মিছিল বের হলে স্থানীয় তৃপ্তির মোড়ে পুলিশ বাধা দেয়। নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। লক্ষ্মীপুর : দলীয় কার্যালয় ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাহাবুদ্দিন সাবু, ছায়েদুর রহমান ছুট্টু, অ্যাড. হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ বক্তৃতা করেন। বরগুনা : দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন এ. জেড সালেহ্ ফারুক। বক্তৃতা করেন হুমায়ুন হাসান শাহীন, মাহফুজুর রহমান, মাইনুদ্দিন, তরিকুল ইসলাম টিটু প্রমুখ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর