শিরোনাম
বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশ

থাকবেন ক্যাপ্টেন তাজ

হবিগঞ্জ প্রতিনিধি

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় যুদ্ধের রণকৌশল গ্রহণের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। প্রতি বছর ৪ এপ্রিল হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. মোহাম্মদ আলী পাঠান বলেন, এবার আলোচনা সভায় ৩ নম্বর সেক্টর কমান্ডার তেলিয়াপাড়া স্মৃতি সৌধের প্রতিষ্ঠাতা সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, আব্দুল মজিদ খান ও মাহবুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান প্রমুখ উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর