বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পোল্ট্রি শিল্প রক্ষার দাবি খামারিদের

কিশোরগঞ্জ প্রতিনিধি

পোল্ট্রি শিল্প রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন খামারিরা। জেলা শহরের বিজয় চত্বরে গতকাল এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে জেলা কালেক্টরেটে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। বক্তারা অভিযোগ করেন, বহুজাতিকসহ দেশীয় ৮/১০টি কোম্পানি বিনা কারণে সিন্ডিকেট করে প্রতিনিয়ত এক দিনের মুরগির বাচ্চা ও পোল্ট্রি খাদ্যে ব্যবহৃত কাঁচা মালের দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়েই চলেছে। উৎপাদন খরচের তুলনায় ডিম ও মাংসের মূল্য অনেক কম হওয়ায় এ শিল্প আজ ধ্বংসের পথে।

সর্বশেষ খবর