মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকবাহী বাস উল্টে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

রংপুর : মিঠাপুকুর উপজেলায় প্রাইভেট কার উল্টে এক যুবলীগ নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরেরহাট সংলগ্ন গিলাঝুঁকি এলাকায় মিঠাপুকুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গিলাঝুঁকি এলাকার আলেফ উদ্দিন (৬৫) ও দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজার রহমান ফিজার (৪৫)। দিনাজপুর : জেলা সদরের করিমুল্লাপুর এলাকায় ট্রাকের চাপায় আবদুল মজিদ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সদরের আউলিয়াপুর ইউপির পুলহাট-মালিগ্রাম সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে গতকাল ট্রাকচাপায় ভ্যানচালক আবদুল মান্নান নামে একজন নিহত হয়েছেন। নিহত মান্নান চুরখাই এলাকার বাসিন্দা। নাটোর : বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মন্তাজ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে রাজু শেখ নামে আরেকজন। নিহত মন্তাজ আলী বনপাড়া পৌর শহরের সরদারপাড়া গ্রামের মৃত শহীদুল পাটোয়ারীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের চাপায় আল জাবা নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ট্রাকচালক আয়ুব হোসেন (৩২) নিহত হয়েছেন।

আড়াইহাজার :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গামের্েন্টর শ্রমিকবাহী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অপর শ্রমিকবাহী বাস সড়কের খাদে পড়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে  উপজেলার আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের নৈকাহন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর