মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা
দিনাজপুর টেক্সটাইল

১০ বছরেও শ্রমিকদের পাওনা পরিশোধ হয়নি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর টেক্সটাইল মিলস্ বন্ধ হয়ে যাওয়ার ১০ বছর হলেও কর্মহারা শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়নি। এখনও মেডিকেল ভাতা, গ্রাইচুটি ভাতা পাওনা রয়েছে। সম্প্রতি পাওনা আদায়ের জন্য মিল মহাব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন ও সুন্দরবন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়ের মধ্যে আলোচনা হয়েছে। শ্রমিকরা জানান, কাজ হারিয়ে তাদের পুনর্বাসিত না করে পথে বসানো হয়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। মিলের জিএম মোজাফফর হোসেন জানান, এখনও শ্রমিক-কর্মচারীর ২৭৮ জনের মজুরি বাবদ ৩৩ লাখ ৫৩ হাজার টাকা এবং ২১৪ জনের চিকিত্সা ভাতা বাবদ ৮ লাখ ৯২ হাজার টাকা বকেয়া রয়েছে। বকেয়া পাওনার ব্যাপারে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর