মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

মধ্যরাতে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

রাঙামাটি প্রতিনিধি

দেশের অন্যতম মাছ উত্পাদন কেন্দ্র কাপ্তাই হ্রদে মাছ ধরা ও পোনা নিধন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (আজ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ হ্রদে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি কাপ্তাই হ্রদ মত্স্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান খান আসাদ ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এ নিষেধাজ্ঞার কথা জানান। আসাদুজ্জামান খান আসাদ বলেন, ‘চলতি বছর বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদে ৩০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। জেলা প্রশাসক একেএম            মামুনুর রশিদ জানান, হ্রদের উপর নির্ভরশীল জেলে পরিবারকে তিন মাসের জন্য খাদ্য বরাদ্দ দেওয়া হবে।

 

সর্বশেষ খবর