মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনী সহিংসতা

১৯ আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার একটি মামলায় ছাত্রদল-যুবদল নেতাসহ ১৯ আসামি বেকসুর খালাস পেয়েছেন। গতকাল সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়েদ এই খালাসের রায় প্রদান করেন। খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, খোয়াজ আলী, আরব আলী, কপি মিয়া, আব্দুল জব্বার, মুহিবুর রহমান বাদশা প্রমুখ।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, পাঁচ জানুয়ারি নির্বাচনের সময় বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি ভোটকেন্দে  এবং পরদিন পার্শ্ববর্তী নতুন বাজারে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা রোকন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে দীর্ঘ শুনানি শেষে সোমবার আমাদের ১৯ জনকে বেকসুর খালাস দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট খোকন বাবু এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল ও আজিজুর রহমান সুমন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর