মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

আগুনে পুড়ল ৩ হাজার মুরগি

বান্দরবানের লামায় অগ্নিকাণ্ডে দুটি খামারের তিন হাজার মুরগি পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

—লামা (বান্দরবান) প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে পানের বরজে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মুজাম্মেল খাঁ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।—কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

রূপগঞ্জ আওয়ামী লীগের প্রস্তুতি সভা   

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  মে দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ালীমী লীগের প্রস্তুতি সভা হয়েছে। সোমবার বিকালে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় থানা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হয়েছে। আবুল বাশার টুকুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, এনামুল হক ভুইয়া প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর