মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

৫৭টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন। এর মধ্যে ১৫টি ওয়ার্ড নিয়ে টঙ্গী। আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বারের মতো সিটি নির্বাচনকে কেন্দ  করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বড় দুই দলের মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত চলছে এ প্রচারণা। প্রতিটি ওয়ার্ডের প্রার্থীরা  মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ার অঙ্গীকার করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন কেড়ে নিচ্ছেন।  ৪৩ নং ওয়ার্ডের  প্রার্থী আসাদুর রহমান কিরণ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলেন, আমার ওয়ার্ডে রাস্তাঘাট, সোলার বাতি, পানির লাইনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ চলমান রয়েছে। গতবারের চেয়ে এবারও বিপুল ভোটের ব্যবধানে আমার ঘুড়ি মার্কার বিজয় হবে। এই ওয়ার্ডের অপর প্রার্থী আজমেরী খান টুটুল বলেন নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখব। ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাজাহারুল ইসলাম দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৪৫ নং ওয়ার্ডে মাদকে সয়লাব। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ রিপন। নতুন প্রার্থী গাজী সালাউদ্দিন ও মোখলেছুর রহমান নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ৪৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নূরুল ইসলাম নূরু বলেন, আমার ওয়ার্ডে অনেক উন্নয়ন কাজ হয়েছে। ভোটাররা সেই দিকটি বিবেচনা করলে গতবারের চেয়ে এবার আরো বেশি ভোট পাব। অপর প্রার্থী রঞ্জু বলেন, মাদক ও সন্ত্রাসের ছড়াছড়ি। নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ব।

৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন বলেন, আমার ওয়ার্ডে  রাস্তা নির্মাণ, সোলার বাতি, ওয়াক ওয়ে, পানির লাইন, পানির পাম্প স্থাপনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও বিপুল ভোটের ব্যবধানে আমার ঠেলাগাড়ি মার্কার বিজয় হবে। অপর প্রার্থী সাদেক আলী বলেন নির্বাচিত হলে মাদক ও মন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ব।

সর্বশেষ খবর