বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের আরও ৪৪ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে আশ্রিত এবং মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও ৪৪ মিলিয়ন মার্কিন ডলার তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল দুপুরে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড-এর অ্যাডমিনিস্ট্রেটর মার্ক গ্রিন এ ঘোষণা দেন। ইতিপূর্বে ২৫৫ মিলিয়ন ডলার সাহায্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি উল্লেখ করেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক দাতা হিসেবে যুক্তরাষ্ট্র মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তের দুই পাশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রত্যাশা করে। প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, অভিবাসন এবং শরণার্থী বিষয়ক উপ-সহকারী মন্ত্রী মার্ক স্টোরেলা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ভূমির অধিকার ও নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

সর্বশেষ খবর