abcdefg
country-village || Bangladesh Pratidin Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
বরগুনায় কালবৈশাখী ঝড়ে ২০ ঘরের ক্ষতি, আহত ৪ বরগুনায় কালবৈশাখী ঝড়ে ২০ ঘরের ক্ষতি, আহত ৪

বরগুনার বড়ইতলা এবং লতাবাড়ীয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ২০টি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ৪ জন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মেঘ জমতে শুরু  করে আকাশে। এমন সময় বিষখালী নদীর মধ্যে দিয়ে বাতাস ঘুরতে ঘুরতে প্রবল বেগ নিয়ে বড়ইতলা মুক্তিযোদ্ধা বাজারে আঘাত হানে। এ সময় বাজারের চারটি মুদি দোকান উল্টিয়ে রাস্তায় ফেলে দেয়। দোকানে থাকা দোকানদার ও দোকানের সামনে বসে থাকা লোকজন দোকানের নিচে পড়ে আহত হয়। ঝড় থামলে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে বড়ইতলা ও লতাবাড়ীয়া গ্রামে ২০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযোদ্ধা বাজারের বিদ্যুতের খুঁটিসহ তার ছিড়ে গেছে। …

সর্বশেষ খবর