শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

সমস্যায় জর্জরিত গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স

মেহেরপুর প্রতিনিধি

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মিত হলেও কমেনি রোগীদের দুর্ভোগ। ভবনটিকে বাইরে থেকে চাকচিক্য দেখালেও ভেতরে সমস্যার অন্ত নেই। চিকিৎসক স্বল্পতা ছাড়াও স্বাস্থ্য পরিদর্শক, যক্ষ্মা ও পুষ্টি সহকারী, নার্সিং সুপারভাইজার, স্টোরকিপার, সেবিকাদের চেঞ্জরুম, রোগী বহনের ট্রলি, বেড সংকট রয়েছে। রোগীদের অভিযোগ, পয়:নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় টয়লেটগুলো ব্যবহার করা যাচ্ছে না। ময়লা ফেলার জায়গা নেই। সেবিকারা জানান, এখানে পোশাক পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই। গাংনী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘বেশকিছু ত্রুটি রয়েছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব দীর্ঘদিনের।’ গাংনী উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় এমপি মকবুল হোসেন বলেন, ‘সব সমস্যা শুনেছি, খুব দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।’

জানা যায়, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৭ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। তখনই উদ্বোধন করা হয় নতুন ভবন নির্মাণ কাজের। শেষ হয় ২০১৬ সালে। পুরনো আসবাবপত্র দিয়েই নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু হয়। শুরু থেকেই নানা ভোগান্তির অভিযোগ আসতে থাকে। নতুন ভবনে পরিবার-পরিকল্পনা কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি কক্ষ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে দুটি। ফলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া পুরুষ ওয়ার্ডের সাব স্টোর নেই। মেডিকেল অফিসারদের ছয়টি কক্ষ থাকার কথা থাকলেও আছে চারটি। রোগীর ওয়ার্ডে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। বিদ্যুৎ লাইনগুলোও সুবিধাজনক নয়। পুরুষ ও নারী ওয়ার্ড চতুর্থ তলায়। কিন্তু ট্রলি না থাকায় উপরে রোগী ওঠানো ও নামানো খুবই কষ্টকর। জেনারেটর থাকলেও তেলের অর্থ বরাদ্দের অভাবে চালু হচ্ছে না। ফলে বিদ্যুৎ চলে গেলে সৃষ্টি হয় ভূতুড়ে পরিবেশের। বিশেষজ্ঞসহ ১১ চিকিৎসকের পদ খালি। এক্স-রে মেশিনটি চালু থাকলেও ফিল্ম পুরাতন হওয়ায় সেটি কোন কাজে আসছে না। আউটডোরে রয়েয়ে ওষুধ সংকট।

সর্বশেষ খবর