শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

চার জেলায় ঝরল ছয় প্রাণ

প্রতিদিন ডেস্ক

চার জেলায় ঝরল ছয় প্রাণ

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। লালমনিরহাট প্রতিনিধি জানান— জেলার পাটগ্রাম উপজেলায় ট্রাক্টরচাপায় বরযাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কামারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের লতিফ হোসেন (৩৫) ও একই গ্রামের আমিনুর রহমানের মেয়ে তানজিনা খাতুন (২৮)। বর ইকবাল হোসেন বলেন, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে কামারেরহাট এলাকায় একটি ট্রাক্টর চাপা দিলে আমার বড় বোন ও চাচা ঘটনাস্থলেই মারা যান। আমার ভাবী লাকি বেগমসহ (২৬) আরো চারজন আহত হন। এদের মধ্যে লাকিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। গাজীপুর : গাজীপুরে বৃহস্পতিবার রাতে ট্রাক চাপায় পুলিশ সদস্যসহ দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন জয়দেবপুর থানাধীন মীরের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই আমজাদ হোসেন ও গাজীপুর সিটি করপোরেশনের জাঝড় এলাকার অঞ্জন বোসের ছেলে সাগর বোস (২৯)। কুমিল্লা : জেলার মনোহরগঞ্জে ট্রাকের চাপায় মো. সুমন মিয়া (৩৫) নামে অটোচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিপুলাসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমন বিপুলাসার ইউনিয়নের বিহড়া গ্রামের বাসিন্দা।

আমতলী :  বরগুনার আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট-নোমোর হাট সড়কের হাজী বাড়ি স্ট্যান্ডে বৃহস্পতিবার রাতে ট্রাক্টর ট্রলি চাপায় আলম (১৭) নামে তাপবিদ্যুৎ কেন্দে র টাওয়ার নির্মাণ শ্রমিক মারা গেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর