শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

বেহাল সড়কে দুর্ভোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বেহাল সড়কে দুর্ভোগ

বদরগঞ্জ পৌরসভার একটি রাস্তা —বাংলাদেশ প্রতিদিন

রাস্তা তো নয় যেন নদী। সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে আর হাঁটু পানি বেয়ে আমাদের মত পথচারীদের রাস্তা পারাপার করতে হয়। এই হলো আমাদের পৌরসভা। কথাগুলো আক্ষেপের সঙ্গে জানালেন কলেজ পাড়া মহল্লার বাসিন্দা লাবলু মিয়া (২৮)।  তিনি আরও জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। তখন মানুষের আর দুর্ভোগের অন্ত থাকে না। যেন দেখার কেউ নেই। 

এই হল রংপুরের বদরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রেল গেট (ডিগ্রি কলেজ গেট) এলাকার দৃশ্য।

বদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক জানান, মহিলা কলেজ পর্যন্ত রাস্তাটির ড্রেনের কাজ হলেও কয়েকটি বড় গাছের কারণে ড্রেনের বাকি অংশটুকুর কাজ করা সম্ভব হয়নি। এতে করে প্রায় সময় রাস্তায় পানি জমে থাকে। বদরগঞ্জ পৌর মেয়র উত্তম সাহা জানান, এ অর্থবছর শেষ। আগামি অর্থবছরে চাহিদা অনুযায়ী যে সব রাস্তায় ড্রেনের প্রয়োজন হবে তা দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর