শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা
মাদকের ট্রানজিট জয়পুরহাট

এখনো সক্রিয় ব্যবসায়ীরা

মাজেদ রহমান, জয়পুরহাট

বন্ধ হয়নি মাদক বেচাকেনা। ধরা পড়েনি রাঘব বোয়ালরা। মাদকের ট্রানজিট রুট হিসেবে পরিচিত জয়পুরহাটে এখনো প্রায় ২০টি স্পটে পাইকারী ও খুচরা বিক্রেতারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা রয়েছে ভিন্ন ভিন্ন। তালিকা মতে জেলায় মাদক বিক্রেতার সংখ্যা এক হাজারের মতো। পাঁচবিবি থানাতেই রয়েছে ৪৮১ জনের নাম। এদের মধ্যে অনেকে মাদক বিক্রি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্ত পুলিশের তথ্য মতে কেউ ভালো হয়নি। সদর থানায় মাদক বিক্রেতার তালিকায় নাম রয়েছে ৯১ জনের। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থানায় মাদকের তালিকায় নাম রয়েছে ৪০০ জনের মতো। এর মধ্যে গত ১৫ দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে ১৬৭ জন। মামলা হয়েছে ৯৪টি। এ ধরা পড়ার মধ্যে তালিকাভুক্ত মাদক বিক্রেতার সংখ্যা ৩০ জনের মত। পাঁচবিবি উপজেলায় অন্তত ১৮টি স্থানে মাদক বিক্রেতা সক্রিয়। শুধু ধরন পাল্টিয়েছে। নির্দিষ্ট স্থানে গ্রাহকদের পৌঁছে দিতে হচ্ছে মাদক। এতে দাম বেশি লাগছে। সদর উপজেলায় ফেনসিডিল, ইয়াবা গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক অন্তত সাত স্থানে বিক্রি হচ্ছে। ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুরে শীর্ষ এবং খুচরা বিক্রেতারা ধরা পড়েনি বললেই চলে। মাদক ব্যবসার সঙ্গে পাঁচবিবি এবং সদরের কয়েকজন সরকারদলীয় নেতা-কর্মীর নাম আসলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী জানান, দলীয় পরিচয়ে কারো পার পাওয়ার সুযোগ নেই। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন এবং সদর থানার ইন্সপেক্টর মোমিনুল ইসলাম জানান, তারা অভিযানে সক্রিয় রয়েছেন। খোঁজ পেলেই অভিযান চলছে।

পুলিশ সুপার রশীদুল হাসান জানান, প্রথম সারির গডফাদাররা ধরা না পড়লেও মাঝারি সারির কিছু মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। ইতোমধ্যে পাঁচবিবিতে এক মাদক ব্যবসায়ী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।

সর্বশেষ খবর