শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

বালু উত্তোলনে হুমকিতে সেতু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে প্রায় ৪০টি ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এরমধ্যে বাঙ্গালী নদীর উপর নির্মিত আরিয়ার ঘাট ব্রিজের নিচে থেকেই কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মধ্যে পড়েছে পূর্ব সোনাতলাসহ পাশের জেলা গাইবান্ধার সাঘাটা উপজেলার লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের পথ আড়িয়ার ঘাট ব্রিজটি। শুধু বাঙ্গালী এবং যমুনা নদীতে নয়, উপজেলার বিভিন্ন ফসলি জমিতে ভূ-গর্ভ থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে।

সর্বশেষ খবর