শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে দাবি

ইফতার মাহিফলে হামলা পরিকল্পিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার মাহিফলে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক মৃধা। গতকাল সরাইল-বিশ্বরোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। একই সঙ্গে  আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও আল্টিমেটাম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথদিঘির পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জাপার ইফতার মাহিফলে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, সরাইল উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, আশুগঞ্জ উপজেলা জাপার সদস্যসচিব মিরাজ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ বলেন, হামলার ঘটনায় জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা ওয়াহেদুল হক ওয়াহেদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের এক শীর্ষ প্রভাবশালী নেতাও দায়ী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে রাজনৈতিক কর্মসূচি পালন করার। পবিত্র রজমান মাসে যারা এ ধরনের কর্মকাণ্ড করে তারা সমাজের শত্রু, ইসলামের শত্রু।

সর্বশেষ খবর